Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get the service

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

সংশ্লিষ্ট আইন কানুন/বিধি-বিধান/নীতিমালা

মেশিন রিডেবল  পাসপোর্ট (এমআরপি) ইস্যু করা

সহকারী পরিচালক/উপ-সহকারী পরিচালক

১. অনলাইনে/হাতে পূরনকৃত এমআরপি আবেদন ফর্মের প্রয়োজনীয় দালিলিক প্রমাণ (সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ), পাসপোর্ট এর জন্য নির্ধারিত ফিস জমা দানের ব্যাংক রসিদসহ পিরোজপু্র আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করতে হবে। 

২. অতঃপর অফিসে অনলাইনে তথ্য প্রদান ও বায়োমেট্রিক তথ্য (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) গ্রহন করে আবেদনকারীকে একটি রসিদ দেয়া হয়।

৩. পেমেন্ট ভেরিফিকেশন, অনুকূল পুলিশ প্রতিবেদন সহ কর্তৃপক্ষের অনুমোদনের পর পাসপোর্ট পার্সোনালাইজেশন করে অফিসে ডাকযোগে পাঠানো হয়।

৪. অতঃপর সংশ্লিষ্ট অফিস থেকে আবেদনকারী স্বশরীরে পাসপোর্ট সংগ্রহ করে থাকেন।

প্রয়োজনীয় সময় সাধারণ পাসপোর্ট ১৫ কর্ম-দিবস এবং জরুরী পাসপোর্ট ৭ কর্ম-দিবস  ফিসঃ

 

১) সাধারণ ফিস ৩০০০/-    (১৫% ভ্যাট প্রযোজ্য)

 

২) জরুরী ফিস ৬০০০/-      (১৫% ভ্যাট প্রযোজ্য)

 

*** রি-ইস্যু পাসপোর্ট এর ক্ষেত্রে বিলম্ব ফিস প্রতি বছরের জন্য ৩০০/-                  (১৫% ভ্যাট প্রযোজ্য)

 

*** সরকারি আদেশে (GO) বিনামূল্যে

          

 

 

১. বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩

 

 

২. বাংলাদেশ পাসপোর্ট রুলস, ১৯৭৪

 

 

৩.  নির্বাহী আদেশ